Sunday, December 21, 2014

টেস্টিটিউব বেবী


বৃষ্টিতে কাক ভেজা হয়ে ঘরে ঢুকল রবিন আর তার বউ সাবিনা। সন্ধ্যা থেকেই অপেক্ষা করছি ওদের জন্য। সন্ধ্যা সাতটার দিকে একবার ফোনদিলাম। রবিন বলল ট্রেন লেট। ট্রেন এল প্রায় তিন ঘন্টা লেট করে রাত দশটায়। প্রায় এক ঘন্টা আগে থেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার চিন্তাহচ্ছিল কিভাবে আসবে ওরা। মফশ্বল শহরে আমার বাঙলো ঘর।